ছবি : সংগৃহীত
আমরা অনেক সময় শুনে থাকি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির কথা কিন্তু কাজের জন্য প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ এবং কোন সময়টাতে সেটা আমরা অনেকেই জানিনা। ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি কি বিশেষজ্ঞরা কি বলছেন।
এক সাক্ষাৎকারে এ নিয়ে পরামর্শ দিয়েছেন ডাক্তার জেবুন্নেছা বেগম।
ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হলো এমন গর্ভধারণ, যেখানে মা বা শিশুর স্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ার সম্ভাবনা থাকে। এ ধরনের গর্ভধারণে বাড়তি সতর্কতা, নিয়মিত ডাক্তারি পর্যবেক্ষণ এবং বিশেষ যত্নের প্রয়োজন হয়।
ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির কারণসমূহ:
১. মায়ের বয়স:
১৮ বছরের কম বা ৩৫ বছরের বেশি বয়সী নারীদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা বেশি।
২. স্বাস্থ্যগত সমস্যা:
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির রোগ বা থাইরয়েড সমস্যা থাকলে ঝুঁকি বাড়ে।
৩. পূর্বের জটিলতা:
আগে গর্ভপাত, সিজারিয়ান ডেলিভারি, বা প্রি-একলাম্পসিয়া থাকলে।
৪. যমজ বা একাধিক সন্তানের গর্ভধারণ:
একাধিক সন্তানের গর্ভধারণ ঝুঁকি বৃদ্ধি করতে পারে।
৫. জীবনযাপনের প্রভাব:
ধূমপান, মদ্যপান, বা মাদকদ্রব্য সেবন।
ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি এড়াতে করণীয়:
গর্ভধারণের আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষা করা। নিয়মিত ডাক্তারি পরামর্শ নেওয়া। এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ ও
ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি সম্পর্কে সচেতনতা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে মা ও সন্তানের স্বাস্থ্য সুরক্ষিত রাখা সম্ভব। তাই গর্ভধারণের আগে থেকেই সঠিক চিকিৎসা ও পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=255315330119801&rdid=RHkd5ufTWuqhbHqR