তেলাকুচা একটি লতানো উদ্ভিদ। এটি গাঢ় সবুজ রঙের নরম লতা ও কাণ্ডবিশিষ্ট একটি লতা জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। লতা থেকে আকশীর সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে উঠে। পঞ্চভুজ আকৃতির পাতা হয়। পাতা ও লতা সবুজ রঙের হয়। শীতকাল ছাড়া সকল মৌসুমে ফুল ও ফল হয়ে থাকে।
ঔষধি গুণ: তেলাকুচা অনন্য গুলাবলী সমৃদ্ধ এক প্রকারের ভেষজ উদ্ভিদ। গাছের পাতা, লতা, মূল ও ফল ভেষজ কাজে ব্যবহার করা যায়। এর ফলে আছে মাস্ট সেল স্টেবিলাইজিং, এনাফাইলেকটিক রোধী এবং এন্টিহিস্টামিন জাতীয় উপাদান।
উপকারিতা:
- ডায়াবেটিসরোগ নিরাময়ে সাহায্য করে।
- জন্ডিস দূর করে।
- স্তনে দুধ স্বল্পতা দূর করে।
- হজমে সহায়তা করে।
- আমাশয় নিরাময় করে।
- অরুচি কমায়।
- কিডনিতে পাথর দূর করে।
- স্থুলতা কমায়।
- শ্বাসকষ্ট ভালো করে।
- কাশি ভালো করে।
- শরিরের অবসন্নতা কাটায়।
- পা ফোলা কমাতে সাহায্য করে।
- পরিপাকতন্ত্র ভালো রাখে।
- ফোঁড়া ও ব্রণ দূর করে।
- কুষ্ঠরোগ ও হাঁপানি ভালো করে।
রাজু