ছবি: সংগৃহিত।
গর্ভাবস্থায় মোবাইল ফোনের তরঙ্গ ভ্রূণের মস্তিষ্কের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন। ইঁদুরের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোনের বিকিরণের সংস্পর্শে থাকা ইঁদুরের বাচ্চাদের মধ্যে অতিরিক্ত চঞ্চলতা, উদ্বেগ ও দুর্বল স্মৃতিশক্তি দেখা দিয়েছে। গবেষণাটি সম্প্রতি ন্যাচার সাময়িকীর সায়েন্টিফিক রিপোর্টস প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দুটি গর্ভবতী ইঁদুরের দলের মধ্যে একটির খাঁচার নিচে সক্রিয় মোবাইল ফোন রাখা হয় এবং অপর দলের নিচে রাখা হয় বন্ধ মোবাইল ফোন। দেখা যায়, সক্রিয় মোবাইল তরঙ্গের সংস্পর্শে থাকা ইঁদুরগুলোর বাচ্চাদের মধ্যে আচরণগত সমস্যাগুলো প্রকটভাবে দেখা দেয়। গবেষণার নেতৃত্ব দেওয়া হিউ টেইলর জানান, মানব ভ্রূণের ক্ষেত্রেও একই ধরনের প্রভাব পড়তে পারে।
মানবদেহে বিকিরণের প্রভাব
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মোবাইল ফোনের তরঙ্গকে ক্যান্সারের ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে। গবেষকরা বলছেন, মোবাইল ফোনের বিকিরণ মস্তিষ্কের পিফ্রন্টাল করটেক্সে নিউরনের গঠন প্রভাবিত করতে পারে, যা অ্যাটেনশন ডিফিসিট হাইপারঅ্যাকটিভ ডিসঅর্ডার (ADHD)-এর কারণ হতে পারে।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। টেইলর বলেন, "আমাদের গবেষণার ফলাফল দেখিয়েছে, গর্ভাবস্থায় মোবাইল ফোনের বিকিরণ শিশুর মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই গর্ভাবস্থায় মোবাইল ফোন ব্যবহারে সীমাবদ্ধতা থাকা উচিত।"
অন্যান্য গবেষণার ফলাফল
২০১৭ সালে বার্সেলোনায় পরিচালিত একটি সমীক্ষায় ৮০,০০০ মা-শিশুর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, যারা মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করেছেন, তাদের সন্তানদের মধ্যে হাইপারঅ্যাকটিভিটির ঝুঁকি বেশি।
এদিকে, গবেষণায় মোবাইল ফোনের SAR (Specific Absorption Rate) মান নিয়েও সতর্ক করা হয়েছে। SAR মান যত বেশি, শরীর তত বেশি বিকিরণ শোষণ করে। গর্ভাবস্থায় দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহারে ক্লান্তি, স্মৃতিশক্তি হ্রাস এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
পরামর্শ
গবেষকরা বলছেন, যদিও মোবাইল ফোনের বিকিরণ মানবদেহের টিস্যুতে গভীরভাবে প্রবেশ করে না, তবে এটি বাহ্যিক অঙ্গগুলো বিশেষত চোখ ও মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। গর্ভাবস্থায় মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা উচিত এবং সুরক্ষার জন্য নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে:
- ফোনে কথা বলার সময় স্পিকারের ব্যবহার বা হেডসেট ব্যবহার করুন।
- শরীর থেকে ফোন দূরে রাখুন এবং অপ্রয়োজনে ফোনের ব্যবহার সীমিত করুন।
- ঘুমানোর সময় ফোন বন্ধ রাখুন বা এয়ারপ্লেন মোডে রাখুন।
যদিও এই গবেষণাগুলোর বেশিরভাগই সীমিত পর্যায়ে পরিচালিত এবং মানুষ ও ইঁদুরের শরীরের পার্থক্য অনেক, তবু গর্ভাবস্থায় মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সচেতন থাকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সায়মা ইসলাম