মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সর্বশেষ
যত চুমুর দাগ, ততই মোটা বেতন! চাকরিতে অগ্রাধিকার পুরুষদের দুয়ার সার্ভিসেসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত মেয়াদ শেষে মোবাইল ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ বিচ্ছেদ হলো হাসিনা-পুত্র জয়ের ফর্মুলা দুধে শিশুর যে বিপদ! বাঁশঝাড়ে গৃহবধূর মহাকাণ্ড, শাড়ি চেয়ে তোলপাড় ভারত নয় এবার চাল আমদানি হবে পাকিস্তান থেকে! ১০ ট্রাক অস্ত্র মামলা: বাবরের খালাস, পরেশ বড়ুয়াসহ ৫ জনের সাজা খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর  কিছু দলের নেতাদের সংবিধান প্রীতি বেড়েছে : হাসনাত আব্দুল্লাহ শাটডাউনে জবিতে বন্ধ ক্লাস-পরীক্ষা জাতীয় সংসদে আসছে বড় পরিবর্তন: দ্বিকক্ষ ব্যবস্থা চালুর সুপারিশ তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে আ. লীগের মতো পরিণতি হবে: হাসনাত বাণিজ্য মেলায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ রাসূল (সা.) যেভাবে খাবার খেতেন মিনিট ও ডাটা ইস্যুতে মোবাইল অপারেটরগুলোকে আইনি নোটিশ ভারতের দাদাগিরি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা  জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর  ব্রয়লার মুরগিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি, সময় এলো বয়কটের  কী ছিল শেষ ভাষণে উম্মতের প্রতি রাসূল (সা.) এর সর্বশেষ নির্দেশনা  যুদ্ধের প্রস্তুতি চীনের, রেড অ্যালার্ট মোডে ভারতীয় সেনারা নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি ২১ জানুয়ারী আমি খুব ভালো একজন গৃহিণী হতাম জরায়ুতে সিস্ট কেন হয় ? বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান ফ্যাসিজমের সবচেয়ে বেশি আক্রান্ত বিএনপি- জামায়াত: মির্জা ফখরুল  মশার কামড়ে সামান্থা অসুস্থ, জয়েন্টে জয়েন্টে ব্যথা শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা    স্বামীকে পিটিয়ে গৃহবধূর শ্লীলতাহানি, অভিযুক্ত ছাত্রদল নেতা

প্রেশারের ওষুধ খেলে কিডনির সমস্যা হয়?

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:২৮ এএম

শেয়ার

প্রেশারের ওষুধ খেলে কিডনির সমস্যা হয়?
ছবি: সংগৃহিত।

উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভুগে থাকেন এবং এর নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ সেবন করতে হয়। তবে, দীর্ঘমেয়াদে কিডনির ওপর এই ওষুধের প্রভাব নিয়ে সম্প্রতি নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো সাধারণত বেটা-ব্লকার গ্রুপের অন্তর্ভুক্ত। এসব ওষুধ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক রাখতে সাহায্য করে। কিন্তু এই একই প্রক্রিয়া কিডনির কাজেও প্রভাব ফেলে।

কিডনির ভেতর অসংখ্য রক্তজালিকা দূষিত রক্তকে পরিশ্রুত করে বিশুদ্ধ রক্ত সরবরাহ করে। তবে কিছু উপাদান পরিশ্রুত করতে কিডনির ভেতর নির্দিষ্ট মাত্রার চাপ প্রয়োজন হয়। উচ্চ রক্তচাপের ওষুধ রক্তচাপ কমিয়ে দেয়, ফলে কিডনির ভেতর প্রয়োজনীয় চাপ কমে যায়। এর ফলে কিডনি ধীরে ধীরে ঠিকমতো কাজ করার ক্ষমতা হারাতে পারে। দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি চলতে থাকলে, কিডনি বা রেচনতন্ত্রে নির্দিষ্ট উপাদান জমা হতে শুরু করে, যা কিডনি বিকল হওয়ার আশঙ্কা বাড়ায়।

অপরদিকে, অতিরিক্ত উচ্চ রক্তচাপও কিডনির বড় ক্ষতির কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ কিডনির ভেতরের রক্তজালিকাগুলিকে ধ্বংস করে দিতে পারে, যা দীর্ঘমেয়াদে কিডনি ফেলিওর বা সম্পূর্ণ অকার্যকর হওয়ার ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ গ্রহণের পাশাপাশি নিয়মিত কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করা উচিত। কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জীবনযাত্রায় পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

উচ্চ রক্তচাপের রোগীদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা, কারণ সঠিক ব্যবস্থাপনা কিডনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা বজায় রাখতে সহায়তা করতে পারে।

সূত্র: https://www.facebook.com/share/v/18G8gMpNfW/