ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

২৪ ঘন্টাই বাচ্চাকে ডায়াপার পরিয়ে রাখছেন! 

প্রকাশিত: ১১:২৯, ১৩ জানুয়ারি ২০২৫

২৪ ঘন্টাই বাচ্চাকে ডায়াপার পরিয়ে রাখছেন! 

সংগৃহীত ছবি

বাচ্চাকে কখনোই ২৪ ঘন্টা ডায়াপার পরিয়ে রাখবেন না। অনেক মা শীতকালে, বৃষ্টি পড়লে বা ঠান্ডা লাগার ভয়ে সারাদিন ডায়াপার পরিয়ে রাখেন। এক্ষেত্রে দীর্ঘ সময় ডায়াপার পরিয়ে রাখলে ডায়াপারের টিস্যুর সাথে বাচ্চার নরম ত্বকের সংস্পর্শের ফলে ত্বকের আদ্রতা নষ্ট হয়ে যায়। ত্বকের আদ্রতা নষ্ট হয়ে গেলে লাল লাল বা গুটির মতো ফুসকুঁড়ি বা র ্যাশ হতে পারে। তাই দিনের কিছু নির্দিষ্ট সময় ডায়াপার ছাড়া রাখুন। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ১২ থেকে ১৩ ঘণ্টা ডায়াপার দিতে পারেন। তবে একটি ডায়াপার কখনোই ছয় ঘন্টার বেশি রাখবেন না। যদি বাচ্চা পায়খানা করে দেয় তাহলে সাথে সাথে ডায়াপার পরিবর্তন করতে হবে। রাতে পায়খানা করলে সেটা খেয়াল না রাখলে এবং একেবারে সকালে ডায়াপার পরিবর্তন করলে বাচ্চার ত্বকে দ্রুত র ্যাশ তৈরি হবে। পাশাপাশি প্রস্রাব ও পায়খানার রাস্তায় সংক্রমণ হতে পারে।

JF

×