ছবি: প্রতীকী
বাংলাদেশে প্রথমবারের মতো হিউম্যান মেটাউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত ব্যক্তি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এইচএমপিভি মূলত শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায়। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া এবং শরীর দুর্বল হওয়া। বিশেষত বয়স্ক, শিশুসহ শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য এটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাসটি নতুন নয়। এটি সাধারণ সর্দি-কাশির মতো সংক্রমণ ঘটায় এবং সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যে উপসর্গ সেরে যায়। তবে জটিলতা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
এইচএমপিভি থেকে সুরক্ষিত থাকতে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই যথেষ্ট বলে বিশেষজ্ঞরা মনে করেন।
ভিডিও দেখুন: https://youtu.be/q7rsbhrqkAg?si=S6RUG3dO6doWMg5B
এম.কে.