ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সাধারণ সর্দি-কাশিও হতে পারে শিশুর নিউমোনিয়ার লক্ষণ

প্রকাশিত: ১৯:৫৯, ১২ জানুয়ারি ২০২৫

সাধারণ সর্দি-কাশিও হতে পারে শিশুর নিউমোনিয়ার লক্ষণ

সংগৃহীত ছবি

শীত এলেই বেড়ে যায় শিশুদের নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব। দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের রোগে মৃত্যুর প্রধানতম কারণ নিউমোনিয়া। নিউমোনিয়া রোগের লক্ষণগুলো হলো- শিশুর বুকে ব্যথা, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি। অনেক ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হয়।

অনেক সময় শিশুর সাধারণ সর্দি কাশি হলে ফার্মেসি থেকে ওষুধ আনেন অভিভাবকরা। সাধারণ সর্দি কাশিও নিউমোনিয়া রোগের লক্ষণ হতে পারে। তাই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ নিবেন না। সাধারণ সর্দি কাশি হলে আপাতদৃষ্টিতে শিশুকে ভালো মনে হয় কিন্তু একজন ডাক্তারই বুঝবেন তার কোনো সমস্যা আছে কিনা।
 

JF

×