ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে ১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৭

প্রকাশিত: ১৯:১৩, ১২ জানুয়ারি ২০২৫

ডেঙ্গুতে ১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। চলতি বছরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে, আর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ৬৩০ জনে।

রোববার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ৫৭ জন রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ছয়জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে চারজন এবং বরিশাল বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে রয়েছেন ১৭০ জন, আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৪১ জন।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এর মধ্যে ৫৭৫ জন মারা যান। এ সংখ্যাটি এক বছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের দিক থেকে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ।

 

রাজু

×