শিশুর সঠিক বৃদ্ধি ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টিকর খাদ্য অত্যন্ত জরুরি। তবে অনেক সময় খাবারের মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা সম্ভব হয় না।
তিন থেকে ১২ বছর শিশুদের যে উন্নতি হয় এসময় শিশুর একটু চঞ্চল থাকে। খাবার একটু অরুচি থাকে। খেলাধুলায় মনোযোগী থাকার কারণে খেতে ইচ্ছা করে না বা খাবার থেকে পরিপূর্ণ ভিটামিন টা পায় না । তখনই শিশুর জন্য মাল্টিভিটামিন সাজেস্ট করে থাকে।
তবে সেটা যদি ভেজিটেবল থেকে তৈরি করা থাকে তাহলে সেটা শিশুর জন্য বেশি উপযোগী তখন অ্যালার্জি হওয়ার সুযোগ থাকে না। হল্যান্ড ভিরেন্টের মাল্টিভিটামিন আপনারা শিশুর জন্য বেশি উপযোগী। এ ক্ষেত্রে মাল্টিভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
রাজু