ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

তেলাকুচা গাছের ভেষজ গুণাবলি জানলে অবাক হবেন! 

প্রকাশিত: ১৫:২৯, ৯ জানুয়ারি ২০২৫

তেলাকুচা গাছের ভেষজ গুণাবলি জানলে অবাক হবেন! 

সংগৃহীত ছবি

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে পাওয়া সহজলভ্য লতাজাতীয় উদ্ভিদ তেলাকুচা। এটি দেখতে অনেকটা কুমড়ো গাছের মতো, তবে এর পাতা, ফুল ও ফল আকারে অনেক ছোট। এর পাতা ত্রিভুজাকৃতি ও গাঢ় সবুজ রঙের। ফল সবুজ, পাঁকলে লাল হয়। এর ফুল সাদা রঙের।তেলাকুচার কান্ড লতাজাতীয়। এটি অন্য গাছ বা খুঁটি জড়িয়ে হয়। বাংলাদেশে গ্রামীণ অঞ্চলে বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, বন-জঙ্গলে এটি জন্মায়। তেলাকুচার পাতা, লতা, ফুল এবং ফল সবই বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এর পাতা শাক হিসেবে খাওয়া যায়। তেলাকুচা শুধুমাত্র সবজি নয়, এর ভেষজ গুণাবলি অবাক করবে যে কাউকে। 

আয়ুর্বেদিক চিকিৎসায় তেলাকুচাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এর রস রক্তের শর্করা কমাতে সাহায্য করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। এর পাতার রস ত্বকের বিভিন্ন রোগ- খুশকি ও চুলকানি দূর করে। তেলাকুচা জ্বর কমানোর কার্যকরী উপায়। মূত্রনালীর সংক্রমণ এবং কিডনির পাথর দূর করে রক্ত পরিশোধন করে এবং শরীরকে বিভিন্ন ধরনের টক্সিক পদার্থ থেকে মুক্তি দেয়। পরিপাকতন্ত্র সচল রাখে, কোষ্ঠ কাঠিন্য দূর করে, অম্বল ও গ্যাসের সমস্যা কমায়।

তেলাকুচা সেবনে খাবারের রুচি বাড়ে, পেটের সমস্যা কমে, ওজন কমাতে সাহায্য করে, স্নায়ুতন্ত্র ভালো রাখে এবং কিডনিতে পাথর সৃষ্টি হয় না।

JF

×