সংগৃহীত ছবি
২০২০ সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসঘটিত রোগ করোনা (কোভিড-১৯) মহামারি রুপ ধারণ করে। লক্ষ মানুষের প্রাণহানির পাশাপাশি পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে চাপে ফেলে এ রোগ। সংকট কাটিয়ে উঠতে বিজ্ঞানীরা তৈরি করেন করোনা টিকা। ফাইজার, অক্সফোর্ড এস্ট্রোজেনিকা, মডার্না, সিনোফার্ম টিকা সাহস যোগায় করোনা মোকাবেলায়।
তবে সাম্প্রতিককালে এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অক্সফোর্ডের প্রথম ডোজ নেয়ার পর ৭৪% ও দ্বিতীয় ডোজ নেয়ার পর ৫৫% গ্রহীতা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। প্রথম ডোজ নেয়ার পর টিকা দেয়ার জায়গায় ব্যথা, জ্বর ও মাথা ব্যথার মতো সমস্যা হয়েছে। দ্বিতীয় ডোজের পর উপসর্গ কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। ফাইজার, মডার্নার মতো টিকার ক্ষেত্রে এলার্জিক প্রতিক্রিয়া বেশি দেখা গেছে। কিছু ক্ষেত্রে আশঙ্কা রয়েছে মস্তিষ্ক, হৃদপিণ্ড ও রক্তে জটিলতা বাড়ার। এস্ট্রোজেনিকা টিকা সম্পর্কিত তথ্য বিশ্লেষণে জানা গেছে, এই টিকা বিরল রোগ রক্তে জমাট বাঁধা ও প্লাটিলেট কমে যাওয়ার সমস্যা তৈরি করতে পারে।
গবেষকেরা বলছেন, কোভিড থেকে সুস্থ হওয়ার পর অনেক রোগী মানসিক স্বাস্থ্য, শ্বাসকষ্ট, দুর্বলতা, কাশি এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যায় ভুগছেন। বিশেষ করে আগে থেকে যাদের ডায়াবেটিস, ক্যান্সার বা হৃদরোগ ছিল তাদের ক্ষেত্রে সমস্যা আরো জটিল হয়েছে। মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বেশি। এছাড়া হাইপারটেনশন, কিডনি জটিলতা এবং হার্টের সমস্যা থাকলে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
JF