ছবি: সংগৃহীত
দেশের বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের নিয়ে ২০১০ সালে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) গঠিত হয়। ১৯৯৪ সালের কোম্পানী আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত হচ্চে প্রতিষ্ঠানটি। বর্তমানে এর কার্যনির্বহী কমিটির সভাপতি হিসেবে এম এ মুবিন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন দায়িত্ব পালন করছেন। সংগঠনটির আসন্ন কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নানান ধরণের আলোচনা। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সুবিধা দিতে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
সংঘ স্মারক ও সংঘ বিধি অনুযায়ি, প্রত্যেক প্রাইভেট মেডিকেল কলেজের পক্ষে ২ জন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সদস্য হিসেবে গণ্য হবেন। এসোসিয়েশনের মেমোরেন্ডাম এবং আর্টিকেলস্ অব এসোসিয়েশনের রক্ষণাবেক্ষণ এবং এর সুষ্ঠ বাস্তবায়নের দায়িত্ব কার্যনির্বাহী কমিটির উপর ন্যস্ত থাকবে। ১৯৬১ সনের বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ও ১৯৯৪ সনের বানিজ্যিক সংগঠন বিধিমালা অনুসারে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে। কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে দুই বছর। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখায় কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৪ ধারা অনুযায়ি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শর্তসাপেক্ষ ২ নভেম্বর ২০২৪ থেকে ১ ফেব্রয়ারি ২০২৫ পর্যন্ত তিন মাস বৃদ্ধি করেন। এই শর্তগুলোর মাঝেই নির্বাচন বোর্ড গঠন এবং নির্বাচনের তফসিল ঘোষনা উল্লেখযোগ্য।
অনুসন্ধানে দেখা গেছে, ২৫ অক্টোবর ২০২৪ তারিখে বিপিএমসিএ এর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। তবে এই নির্বাচনী তফসিলে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এর মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু ১৫ ডিসেম্বর ২০২৪ বলে নির্বাচনী তফসিলে উল্লেখ রয়েছে। কিন্তু ৮ ডিসেম্বর ২০২৪ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে। নমিনেশন পেপার বিতরণ শুরুর আগে জমা দেবার শেষ তারিখ হতে পারে না। এছাড়া নির্বাচন তফসিলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ২৮ নভেম্বর ২০২৪ উল্লেখ থাকলেও বারবার যোগাযোগ করার পর এখনো পর্যন্ত নির্বাচনী বোর্ড চূড়ান্ত ভোটার তালিকা সরবরাহ করতে পারেনি। উপরোক্ত গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও আজও প্রকাশ করা হয়নি। আগামী ১৫ জানুয়ারি ভোট গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। ফলে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর সদস্যদের মধ্যে। একইসাথে শেষপর্যন্ত সুস্থ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হবে কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট মহলে।
তবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আর কোনো জটিলতা নেই বলে দাবি করেছেন সংগঠনটির বর্তমান সভাপতি এম এ মুবিন খান। তিনি বলেন, সংগঠনের কোনো নীতির পরিপন্থি কোনো কাজ কেউই করবে না। সংগঠনের যেভাবে কল্যাণ হয় সেভাবেই সব সম্পন্ন হবে।
শিহাব