ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঢাকা মেডিকেলে নারী চিকিৎসককে মারধর

প্রকাশিত: ০৯:৩৭, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা মেডিকেলে নারী চিকিৎসককে মারধর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। নিউরো সার্জারি বিভাগের ওই চিকিৎসকের নাম মানার হাফিজ।

রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শম্পা (৩৯) নামে অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ। 

ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঢামেকের একজন চিকিৎসকে রোগীর স্বজনরা মারপিট করেছেন এমন অভিযোগে শম্পা নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় হাসপাতালে একজন ওয়ার্ড মাস্টার শাহবাগ থানা একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ওই নারী শাহবাগ থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটককৃত নারীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তার স্বামীর নাম জাকির হোসেন শামীম।’

জানা যায়, হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ডিউটি করছিলেন মানার হাফিজ নামে ওই বিভাগের একজন চিকিৎসক। অন্যদিকে শম্পা নামে ওই নারীর বোন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ডাক্তার মানার হাফিজ গেলে সামান্য বিষয় নিয়ে শম্পা ওই নারী চিকিৎসকের গায়ে হাত তোলেন। পরে বিষয়টি হাসপাতালে পরিচালককে জানানো হলে তিনি হাসপাতালে আসেন এবং অভিযুক্ত শম্পাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। আহত নারী চিকিৎসক মানার হাফিজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

এম হাসান

×