ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বুদ্ধি কমে ধূমপানে!

প্রকাশিত: ০৪:৫২, ২২ ডিসেম্বর ২০২৪

বুদ্ধি কমে ধূমপানে!

ছবি: প্রতীকী

ধূমপান শুধু ফুসফুস বা হৃদপিণ্ড নয়, মস্তিষ্কেও মারাত্মক ক্ষতি করে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, ধূমপানের কারণে বুদ্ধিমত্তা কমে যায় এবং মস্তিষ্কের আকার ছোট হতে পারে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের একদল গবেষক ৩২ হাজারেরও বেশি ধূমপায়ীর ওপর এই সমীক্ষা চালিয়েছেন। এতে দেখা গেছে, ধূমপানের ফলে ব্রেন সেলের ক্ষতি দ্বিগুণ হারে বৃদ্ধি পায়।

বায়োলজিক্যাল সাইক্রাট্রি জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, নিকোটিন মস্তিষ্কের কোষ ধ্বংস করে এবং একবার মস্তিষ্ক সংকুচিত হলে তা আর আগের অবস্থায় ফিরে আসে না। এমনকি ধূমপান ছেড়ে দিলেও ক্ষতিপূরণ সম্ভব নয়।

গবেষকরা জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষ নষ্ট হয়। তবে ধূমপানের ফলে এই প্রক্রিয়া আগেভাগেই শুরু হয়। ফলে মানসিক স্থিতি এবং চিন্তাভাবনায় ব্যাপক প্রভাব পড়ে।

এতে পেশা ও ব্যক্তিজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অ্যালজাইমার্সের ঝুঁকিও বৃদ্ধি পায়। যদিও পরোক্ষ ধূমপানে মস্তিষ্কের একই ধরনের ক্ষতির ঝুঁকি আছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

তবে প্রত্যক্ষ ধূমপানের প্রভাব এতটাই মারাত্মক যে, এর ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। সিগারেটের প্রতি আসক্তি থেকে দূরে থাকার জন্য গবেষকরা এখনই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন।

এম.কে.

×