ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন ’ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাসে আক্রান্ত ৩০০

প্রকাশিত: ০৪:৩১, ২২ ডিসেম্বর ২০২৪

নতুন ’ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাসে আক্রান্ত ৩০০

ছবি: সংগৃহীত

উগান্ডার বুন্দিবুগিও জেলা সম্প্রতি একটি অপরিচিত ভাইরাসের আতঙ্কে ভুগছে। স্থানীয়ভাবে ‘ডিঙ্গা ডিঙ্গা’ নামক ভাইরাসটি নারীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে, যার অর্থ ‘নৃত্যের মতো কাঁপতে থাকা’। এ পর্যন্ত প্রায় ৩০০ মানুষ আক্রান্ত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও মেয়ে। ভাইরাসটির বৈজ্ঞানিক পরিচয় এখনও নির্ধারণ করা যায়নি।

ভাইরাসটির প্রধান উপসর্গ হলো প্রবল জ্বর এবং শীতলতাসহ ব্যাপক কাঁপুনি। তবে, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আক্রান্তরা চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন এবং তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।

বুন্দিবুগিও জেলার চিকিৎসক ডা. ক্রিস্টোফার জানান, স্থানীয় অনেকেই কবিরাজদের পরামর্শে ভেষজ ওষুধ ব্যবহার করছেন, কিন্তু এ ধরনের ওষুধের কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তিনি স্থানীয় জনগণকে হাসপাতালে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

এখন পর্যন্ত বুন্দিবুগিও জেলার বাইরে কোথাও এই ভাইরাসের কোনো আক্রান্ত রোগী পাওয়া যায়নি। আক্রান্তদের শারীরিক পরীক্ষার নমুনা উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত ডায়াগনসিস হয়নি।

উগান্ডায় নারীদের স্বাস্থ্যগত পরিস্থিতি সন্তোষজনক নয়। দেশটির পরিসংখ্যান অনুসারে, প্রতি ১ লাখ নারীর মধ্যে ৪৪০ জন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। গর্ভধারণ, অনিরাপদ গর্ভপাত, সংক্রমণ এবং অতিমাত্রায় রক্তক্ষরণসহ বিভিন্ন কারণে প্রতি বছর হাজার হাজার নারী মৃত্যুবরণ করেন। বর্তমানে উগান্ডার নারীদের গড় আয়ু ৫৮ বছর ৯ মাস, যা ২০০০ সালের তুলনায় ১৪ বছর ৪ মাস বৃদ্ধি পেয়েছে।

এম.কে.

×