ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

নতুন ভাইরাস “ডিঙ্গা ডিঙ্গা”

প্রকাশিত: ০০:২৯, ২০ ডিসেম্বর ২০২৪

নতুন ভাইরাস “ডিঙ্গা ডিঙ্গা”

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন বলছে,উগান্ডার বুন্দিবুগিও জেলায় “ডিঙ্গা ডিঙ্গা” নামের নতুন এক ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে।স্থানীয় ভাষায় যার অর্থ এ ‘নাচের মতো শরীর নড়াচড়া করা’।

এরই মধ্যে প্রায় ৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন,যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 

ভাইরাসে উল্লেখযোগ্য লক্ষণ হল- আক্রান্ত হলে জ্বর আসে এবং দেহ কাঁপতে কাঁপতে নাচের মতো অবস্থা হয়। আক্রান্ত ব্যাক্ত খুব দুর্বল হয়ে যায়। এমনকি অবস্থা ভয়াবহ হলে দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। এ নিয়ে তদন্ত শুরু করেছে উগান্ডার স্বাস্থ্য বিভাগ। 

তবে এখন পর্যন্ত এই ভাইরাসে কেউ মারা যায়নি। এমনকি এটি ছোঁয়াচে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বিশেষ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।

 

 

ফুয়াদ

×