ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

শীতকালে পুরুষদের যৌন ইচ্ছা কমে গেলে

ডা. জাহেদ পারভেজ

প্রকাশিত: ১৮:৩০, ১৬ ডিসেম্বর ২০২৪

শীতকালে পুরুষদের যৌন ইচ্ছা কমে গেলে

শীতকালে পুরুষদের যৌনাকাক্সক্ষা কমে গেলে উজ্বল আলো ব্যবহার করে দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ানো সম্ভব। যা পুরুষদের যৌন সন্তুষ্টি অর্জনের জন্য সহায়ক হবে। সম্প্রতি একটি ছোট বৈজ্ঞানিক গবেষণায় এমনটিই প্রমাণিত হয়েছে।
ইতালির সিয়েনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পেয়েছেন, প্রতিদিন সকালের শুরুতেই সিজনাল অ্যাফেকটিভ ডিজঅর্ডার বা এসএডি-র বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবহৃত লাইট বক্সের মতো একই ধরনের লাইট বক্স ব্যবহারের মাধ্যমে পুরুষদের দেহে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের হার বাড়ানো সম্ভব।
যা পরিণতিতে তাদের যৌন জীবনের উন্নয়ন ঘটাতেও সক্ষম।
সম্প্রতি  অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ইউরোপিয়ান কলেজ অফ নিউরোসাইকোফার্মাকোলজির সম্মেলনে অধ্যাপক আন্দ্রেয়া ফ্যাগিওলিনি গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, উত্তর গোলার্ধের অন্ধকারময় শীতের মাসগুলোতে এই চিকিৎসা পদ্ধতি খুবই কার্যকরী ফল দেবে।
উত্তর গোলার্ধের পুরুষদের দেহে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের মাত্রা সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাসে সবচেয়ে কম থাকে।
এরপর বসন্ত এবং গ্রীষ্মকালে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের মাত্রা পুনরায় বাড়তে থাকে। আর অক্টোবর মাসে তা সর্বোচ্চ অবস্থানে ওঠে।
গবেষণায় আরো দেখা গেছে, ৪০ বছরের পর ২৫% পুরুষ নিম্ন যৌনাকাঙ্খাজনিত সমস্যায় আক্রান্ত হন।
ফ্যাগিওলিনির নেতৃত্বাধীন গবেষক দল, ৩৮ জন পুরুষের ওপর গবেষণা চালান।
যারা যৌনাকাঙ্খার বিশৃঙ্খলাজনিত সমস্যা বা যৌন উত্তেজনার বিশৃঙ্খলাজনিত সমস্যায় আক্রান্ত। ওই দুই ধরনের সমস্যায় আক্রান্ত পুরুষদের মধ্যেই যৌনতায় আগ্রহের ঘাটতি লক্ষ্য করা গেছে।
ভিত্তি জরিপের পর গবেষণাটিতে অংশগ্রহণকারী পুরুষদেরকে দু্টি দলে ভাগ করা হয়। এক দলকে একটি উজ্জ্বল আলোর বক্স দিয়ে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়। আর অপর দলকে নিয়ন্ত্রিত ও কম আলোর লাইট বক্স দিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ফ্যাগিওলিনি বলেন, “গবেষণার ফলাফলে তাৎপর্যপূর্ণ ফারাক লক্ষ্য করা গেছে।”
তিনি বলেন, “ট্রিটমেন্টের আগে দুটি দলের সকল পুরুষেরই যৌন সন্তুষ্টির স্কোর ছিল দশে ২। কিন্তু ট্রিটমেন্টের পর দেখা গেছে যাদের দেহে উজ্জ্বল আলো ব্যবহার করা হয়েছে তাদের যৌন সন্তুষ্টির স্কোর ছিল প্রায় দশে ৬.৩। অন্যদিকে, যাদের দেহে নিয়ন্ত্রিত ও হালকা আলো ব্যবহার করা হয়েছে, তাদের যৌন সন্তুষ্টির গড় স্কোর ছিল দশে ২.৭।”
চিকিৎসা
পুরুষের শারীরিক কোনো সমস্যার কারণে যদি যৌন অক্ষমতার সমস্যা ঘটে তবে চিকিৎসার মাধ্যমে তা সারিয়ে তোলা হয়। ট্রিটমেন্ট সলিউশনে চিকিৎসকরা ইউরোপীয় প্রযুক্তি ব্যবহার করে কার্যকরী ইরেটাল ডিসফাংশন চিকিৎসা দিয়ে থাকেন, যেখানে, অন্যান্য পদ্ধতি ব্যর্থ হয়। চিকিৎসকরা নির্ভরযোগ্য এবং সন্তোষজনক যৌন জীবনে সজ্জিত করতে এক্সট্রাকরপোরিয়াল শক ওয়েভ থেরাপি (ঊঝডঞ) ব্যবহার করে সফলভাবে চিকিৎসা করেন। যেমন:
এক্সট্রাকোরপোরিয়াল শক ওয়েভ থেরাপি
এক্সট্রাকোরপোরিয়াল শক ওয়েভ থেরাপি (ঊঝডঞ) অত্যন্ত কার্যকর, নন-ইনভেসিভ প্রক্রিয়া ইরেকটাল ডিসফাংশনের সঙ্গে জড়িত ভাস্কুলার রোগের চিকিৎসার জন্য একটি যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি। এটি চিকিৎসাগতভাবে প্রমাণিত এবং এতে কোনো রকম পিল, কোনো ইনজেকশন এবং অস্ত্রোপচারের ঝুঁকি, জটিলতা এবং অস্বস্তি নেই। এ পদ্ধতিতে আধুনিক ক্লিনিকে চিকিৎসা করা হয়, প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় নেয় এবং অ্যানেসথেসিয়া বা অন্য ওষুধের প্রয়োজন হয় না। এ চিকিৎসা পদ্ধতিতে অবিলম্বে রোগীরা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারেন।
কার্যকর ইরেকটাল ডিসফাংশন (ইডি) চিকিৎসা নিচের সমাধানগুলো দিতে পারে
ইরেকটাল ফাংশন উন্নত করা
ইরেকশনকে দীর্ঘমেয়াদি করা
সর্বোচ্চ প্লেজার এবং ইনটেনসিফাইড অর্গাজম
সেক্স ড্রাইভ এবং অ্যানার্জি বৃদ্ধি করা
যৌন আস্থা বৃদ্ধি করা
অসাধারণ পারফরম্যান্সের অভিজ্ঞতা অর্জন করা। ইত্যাদি বিষয় গুলো জানা দরকার।
পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিয়ে রাখাও ভালো।

লেখক : সহকারী অধ্যাপক, ত্বক-চর্ম-যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট  বিভাগ, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেরেবাংলা নগর।
চেম্বার : ডা. জাহেদ’স হেয়ার অ্যান্ড স্কিনিক সেন্টার, সাবামুন টাওয়ার (ষষ্ঠতলা), পুলিশ বক্সের পাশে, পান্থপথ মোড়, ঢাকা। ০১৫৬৭-৮৪৫৪১৯, ০১৭৩০-৭১৬০৬০

মোহাম্মদ আলী

×