![হঠাৎ অসুস্থ মাদ্রাসার শিক্ষকসহ অর্ধশত শিক্ষার্থী, যা জানা গেল! হঠাৎ অসুস্থ মাদ্রাসার শিক্ষকসহ অর্ধশত শিক্ষার্থী, যা জানা গেল!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/02-2412071931.jpg)
অসুস্থ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী
পুরান ঢাকার বংশালের ‘আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানীয়া' মাদ্রাসার অর্ধশত বেশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মী শতাধিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাদ্রাসাটির অধ্যক্ষ মাসুম বিল্লাহ।
তিনি বলেন, “আমাদের মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী স্টাফসহ প্রায় অর্ধশত রয়েছে। ১০-১২ জন ছাড়া প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছেন।” শনিবার সন্ধ্যায় ৫০ জনেরও বেশি মানুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি জানান, অসুস্থদের পেট ব্যথার পাশাপাশি পাতলা পায়খানা, বমি হচ্ছিল। তাদেরকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। শিক্ষার্থী মো. আবু জাফর বলেন, “শুক্রবার মাদ্রাসায় বাইরে থেকে খাবার দিয়ে যায়। সেই খাবার খেয়ে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি।”
চিকিৎসা নিতে আসা এক শিক্ষক বলেন, মাদ্রাসায় মাঝে মধ্যে অনেকেই খাবার দিয়ে থাকেন। দুপুরে এক ব্যক্তি গরুর মাংসের বিরিয়ানি দিয়ে যান। তবে দুপুরের খাবারে মুরগির মাংসের বিরিয়ানি থাকায় ওই ব্যক্তির দিয়ে যাওয়ার বিরিয়ানি তারা খেয়েছিলেন রাতে।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এক চিকিৎসক বলেন, “ফুড পয়জনিং হয়ে এ অবস্থা হতে পারে।” মাদ্রাসায় বিরিয়ানি দিয়ে যাওয়া মহসিন নামের ওই ব্যক্তির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে অধ্যক্ষ মাসুম বিল্লাহ বলেন, “তিনি আমাদের পূর্বপরিচিত, সবাই অসুস্থ হয়ে যাওয়ার পর আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন গতকাল অনেক জায়গাতেই তিনি খাবার দিয়েছেন, অন্য কোথাও এমন সমস্যা হয়নি।”
শহীদ