ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

রুট ক্যানেলের আধুনিক চিকিৎসা

ডা. জেবিন জান্নাত জুঁই

প্রকাশিত: ১৮:২৮, ২ ডিসেম্বর ২০২৪

রুট ক্যানেলের আধুনিক চিকিৎসা

দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। তাই সময় মতো দাঁতের যত্নে যত্নশীল হতে হবে।

ক্যারিজ কি?
ক্যারিজ বা আঘাতের কারণে দাঁতের স্তর ক্ষয়প্রাপ্ত হয় কিংবা দন্তমজ্জা বা পাল্পে ইনফেকশন হয়। সে ক্ষেত্রে অনেক সময় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয়। রুট ক্যানেল চিকিৎসা যে কারণে অনেক সময় দেখা যায়, ক্যারিজ শুধু রোগীর দাঁতের অ্যানামেল বা ডেন্টিনের সামান্য অংশে ছড়িয়েছে। সে ক্ষেত্রে ওই অংশটুকু পরিষ্কার করে শুধু ফিলিং করে দিলেই চলে। কিন্তু যদি দেখা যায়, ইনফেকশন দাঁতের দন্তমজ্জা পর্যন্ত ছড়িয়েছে এবং রোগী তীব্র ব্যথা অনুভব করছেন অথবা কোনো ধরনের আঘাতে রোগীর দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে, দাতের রং বদলে যাচ্ছে; সে ক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন।
সতর্কতা :
ভীতি
রুট ক্যানেল চিকিৎসা নিয়ে অহেতুক অধিকাংশ রোগী রুট ক্যানেল ট্রিটমেন্ট অপেক্ষা দাঁত ফেলে দেওয়াকে বেশি পছন্দ করেন। এর অন্যতম কারণ হলো ব্যথার ভয়। অথচ মজার ব্যাপার হলো, রুট ক্যানেল ট্রিটমেন্টে ব্যথা পাওয়ার কিছু নেই। একজন দন্ত বিশেষজ্ঞ যদি কাজ শুরুর আগে রোগীর আক্রান্ত চোয়াল লোকাল অ্যানেসথেশিয়া দিয়ে সঠিকভাবে অবশ করে নেন, তাহলে ব্যথা অনুভব করার কথা নয়; বরং কারণ ছাড়া দাঁত ফেলে দিলে পরে ওই জায়গার আশপাশের দাঁত ফাঁকা হয়ে যাওয়া, কথা বলতে ও খাওয়া-দাওয়া করতে সমস্যাসহ নানা জটিলতা সৃষ্টি করতে পারে। রুট ক্যানেল-পরবর্তী চিকিৎসা রুট ক্যানেল ট্রিটমেন্টে দাঁতের ভেতরের দন্তমজ্জা বের করে দাঁতটি মৃত করে ফেলা হয়। ফলে দাঁত খুব সহজেই ভেঙে যেতে পারে। এ জন্য দাঁতের ওপর এক ধরনের কৃত্রিম মুকুট পরানো হয়, যাকে ক্রাউন বা ক্যাপ বলে। এটি মৃত দাঁতের স্থায়িত্ব অনেক বছর বাড়িয়ে দেয়।
দাঁতে ক্রাউন যেভাবে করা হয় :
রুট ক্যানেলের পর দাঁতটি কেটে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর পর দাঁতটির সঠিক ছাপ নিয়ে সেটি ডেন্টাল ল্যাব থেকে ওই আকৃতির ও ধরন বুঝে ব্যাবস্থা নিতে হবে।
লেখক : (দন্ত রোগ বিশেষজ্ঞ)
চেম্বার : ডা. শাহীন ডেন্টাল ট্রিটমেন্ট সেন্টার। মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টারের (৩য় তলা)
অলি খাঁ মসজিদের পশ্চিমে।
১২৫, কে.বি. ফজলুল কাদের রোড, চট্টগ্রাম।
মোবাইল : ০১৯৭৯-৬০৩৫৪৫, ০১৭২৫-৫৪৯৮৮৯

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে