ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

মুভমেন্ট ডিসঅর্ডার

ডা. এম এস জহিরুল হক

প্রকাশিত: ১৮:০৯, ২ ডিসেম্বর ২০২৪

মুভমেন্ট ডিসঅর্ডার

২৯ নভেম্বর বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার ডে পালিত হয়েছে। মুভমেন্ট ডিসঅর্ডার এমন একটি অবস্থা, যেখানে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে ব্যর্থ হয়, যা তাদের জীবনের গুণগত মানকে নষ্ট করে দেয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
লক্ষণ
মুভমেন্ট ডিসঅর্ডার অনেক ধরনের হতে পারে। যেমন :
অ্যাটাক্সিয়া : শরীরের ভারসাম্য এবং সমন্বয়ের অভাব, যা হাঁটা বা দাঁড়ানোর সময় সমস্যা সৃষ্টি করে।
রাইটারস ক্র্যাম্প: লেখার সময় হাতের পেশিতে টান বা ব্যথা, যা পেশাগত জীবনে জটিলতা তৈরি করে।
ওরোম্যান্ডিবুলার ডিসটোনিয়া : মুখ ও চোয়ালের অস্বাভাবিক সঙ্কোচন, যা খাওয়া-দাওয়া বা কথা বলার সমস্যা সৃষ্টি করে।
সাইকোজেনিক মুভমেন্ট ডিসঅর্ডার : মানসিক চাপ বা উদ্বেগের কারণে শরীরের অস্বাভাবিক নড়াচড়া।
গেইট ডিসঅর্ডার : হাঁটার ধরনে অস্বাভাবিকতা, যা পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়।
ডিসকাইনেশিয়া : অনিয়ন্ত্রিত এবং অপ্রয়োজনীয় নড়াচড়া।
ড্রাগ-প্ররোচিত মুভমেন্ট ডিসঅর্ডার : কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে শরীরের নড়াচড়ায় অস্বাভাবিকতা।
কোরিয়া এবং মাইকোলোনাস : শরীরের বিভিন্ন অংশে হঠাৎ অস্বাভাবিক এবং দ্রুতগতির নড়াচড়া।
ঝাঁকুনি নড়াচড়া : আকস্মিক ও অনিয়মিত নড়াচড়া, যা দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করে।
কখন যাবেন ডাক্তারের কাছে
শরীরের যে কোনো অঙ্গের অস্বাভাবিক নড়াচড়া বা নিয়ন্ত্রণহীনতা থাকলে। দীর্ঘদিন ধরে হাতে বা পায়ে কম্পন, যা স্বাভাবিক কার্যকলাপে বাধা সৃষ্টি করে ।হাঁটার সময় ভারসাম্যহীনতা বা হঠাৎ পড়ে যাওয়ার প্রবণতা। মুখমণ্ডল বা চোয়ালের অস্বাভাবিক সঙ্কোচন। নির্দিষ্ট ওষুধ সেবনের পর শরীরের অস্বাভাবিক নড়াচড়া শুরু হওয়া।
চিকিৎসা
ওষুধ প্রয়োগ : পারকিনসন্স ডিজিজ বা ডিসটোনিয়ার জন্য বিশেষ ওষুধ ব্যবহৃত হয়।
বোটুলিনাম টক্সিন থেরাপি (ইড়ঃড়ী ঞযবৎধঢ়ু): ডিসটোনিয়া বা স্প্যাজমের চিকিৎসায় কার্যকর।
ডিপ ব্রেন স্টিমুলেশন (উববঢ় ইৎধরহ ঝঃরসঁষধঃরড়হ): সার্জারি পদ্ধতির মাধ্যমে মস্তিষ্কে ইলেকট্রিক্যাল ইমপালস প্রেরণ করে অস্বাভাবিক নড়াচড়া নিয়ন্ত্রণ করা হয়।
ফিজিক্যাল থেরাপি ও রিহ্যাবিলিটেশন: শরীরের পেশির শক্তি ও সমন্বয় বাড়াতে সহায়ক। সাইকোজেনিক মুভমেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে মানসিক পরামর্শ ও থেরাপি জরুরি।
রোগ নির্ণয়
রক্ত পরীক্ষা, এম আর আই ও সিটি স্ক্যান করা। ইলেক্ট্রোমায়োগ্রাফি পরীক্ষা। জেনেটিক টেস্ট। ড্রাগ টক্সিসিটি টেস্ট।
কেন করবেন পরীক্ষা
রোগটি প্রাথমিক বা সেকেন্ডারি (অন্য রোগের প্রভাব) কোন কারণ আছে কিনা।
যেমন স্ট্রোক, মস্তিষ্কের টিউমার বা পারকিনসন্স থেকে আলাদা করা। কারণ জানা থাকলে সঠিক চিকিৎসা পরিকল্পনা করতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসক।
সতর্কতা
প্রাথমিক অবস্থায় কম্পন বা অস্বাভাবিক নড়াচড়াকে অনেকেই ক্লান্তি বা বয়সের প্রভাব বলে মনে করেন। ব্যথা বা অস্বস্তি দূর করতে সাধারণ ব্যথানাশক ব্যবহার করেন। দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন হলেও অনেকে প্রাথমিক উন্নতি হলে আর চিকিৎসা করেন না। মুভমেন্ট ডিসঅর্ডারের সঠিক চিকিৎসানির্ভর করে সঠিক রোগ নির্ণয়ের ওপর। এ জন্য বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার প্রয়োজন হয়।
মুভমেন্ট ডিসঅর্ডার এমন একটি শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ। রোগীরা যাতে ভুল পথে না যান এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করেন, তা নিশ্চিত করতে সচেতনতা প্রয়োজন। আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগ সুস্থ হয়ে উঠতে পারে।

লেখক : ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, এক্সপানশন প্রজেক্ট, (এনআইএনএস)
অধ্যাপক (ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ)
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাক
চেম্বার : পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শাখা-২ মোহাম্মদপুর, শ্যামলী, ঢাকা। মোবাইল :
০১৭৯৮৫৬০০৪৪, ০১৮৬৫৪৪৪৩৮৬

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে