আরব আমিরাতে যুব এশিয়া কাপ শুরু ২৯ নভেম্বর।
গতবার আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এবারও এশিয়া কাপের ১১তম আসর আয়োজন করছে আরব আমিরাত। আগামী ২৯ নভেম্বর মাঠে গড়াবে অনুর্ধ-১৯ এশিয়া কাপ। ৮ দল নিয়ে এবারের আসরে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ‘বি’ গ্রুপে। এজন্য বৃহস্পতিবার আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ নভেম্বর আরব আমিরাত যাবে তারা।
টানা তৃতীয়বারের মতো এবারও যুব এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত। গত বছর এই আসরে প্রথমবার শিরোপা জিতেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ একেবারে নতুন করে গড়ে ওঠা দলটির। সফল কোচ নাভিদ নাওয়াজের অধীনে বেশ গুছিয়ে উঠেছে তারা।
যুব এশিয়া কাপের পূর্ণ সূচি
গত আসরের ফাইনাল আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। এবার সেখানেই এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। কিছুদিন আগে ঘরের মাটিতে আরব আমিরাত অনুর্ধ-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছেন তারা। এছাড়া যুব বিশ্বকাপজয়ী কোচ নাভিদ নাওয়াজ আছেন দলের সঙ্গে। তাই এবারও এশিয়া কাপে দুর্দান্ত কিছুরই আশায় আছে বাংলাদেশের যুবারা।
আগেভাগে অনুশীলন ক্যাম্প করতে ২৪ নভেম্বর আরব আমিরাতে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব ক্রিকেট দল। ২৬ নভেম্বর একমাত্র ওয়ার্মআপ ম্যাচে ভারতের বিপক্ষে শারজায় খেলার সুযোগ পাবেন যুবাদের। ২৯ নভেম্বর যুব এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১ ডিসেম্বর নেপাল ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ খেলবে তারা।
এই আসরে এবার ‘‘এ’’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান ও আরব আমিরাত। দুবাইয়ে ৩০ নভেম্বর এই গ্রুপের প্রথম ম্যাচ। সেই ম্যাচটিই হতে যাচ্ছে আকর্ষণীয় ভারত-পাকিস্তান লড়াই। ৬ ডিসেম্বর দুবাই ও শারজা দুটি সেমিফাইনাল এবং ৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপে বাংলাদেশ অনুর্ধ-১৪৯ দল॥ আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), রিফাত বেগ, সামিউন বাসির রাতুল, দেবাশিষ সরকার দেবা, রিজন হোসেন, মোঃ আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, মোঃ রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, মোঃ আশরাফুজ্জামান বরাণ্য ও সা’দ ইসলাম রাজিন। স্ট্যান্ডবাই॥ কালাম সিদ্দিকী এলিন (ট্রাভেলিং রিজার্ভ), শাহারিয়াল আজমির, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।
মামুন/ রিয়াদ