নিলয়, শিহাব ও রাজিব। সংগৃহিত ছবি।
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর নানা এলাকায় সড়ক অবরোধ করেছেন চালকরা। তাদের অনড় অবস্থানের কারণে রাজধানীজুড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজন। বিষয়টি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন।
জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বৃহস্পতিবার এক পোস্টে প্রশ্ন রেখেছেন, ‘অটোরিকশাকে নিয়ে কেন এই ছিনিমিনি খেলা?’ নিলয় আলমগীরের কথায়, ‘অটোরিকশা ইমেপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে। ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটোরিকশাকে নিয়ে কেন এই ছিনিমিনি খেলা!’
নিলয় আলমগীরের পোস্ট ঘিরে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধ করা কি উচিত? এতে করে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। হাজার হাজার পরিবারের আয়ের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আগে বিকল্প কর্মসংস্থান তৈরি করেন।’
একই রকম বক্তব্য গায়ক রাজীবের। তাঁর ভাষ্য, ‘অটোরিকশা দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল। অনেক মানুষ সংসার চালায় এটা চালিয়ে। এভাবে হঠাৎ বন্ধ না করে তাদের পেশা পরিবর্তনের জন্য কিছুদিন সময় বেধে দিন।’
তবে উল্টোটা বলছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অটোরিকশা বন্ধ হোক। আন্দোলনে দমে যাওয়া যাবে না। ’উল্লেখ্য, মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।
রিয়াদ