বর্তমানে নারীদের জন্য জরায়ু ক্যান্সার বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে। সময়মতো শনাক্ত ও চিকিৎসা করতে না পারলে মৃত্যু অবধারিত। তাই জরায়ুর ক্যান্সার সম্পর্কে সচেতন থাকা জরুরি। এজন্য জানা দরকার এর লক্ষণগুলো কী কী?
প্রিয়ডের পরিবর্তন
মাসিক চক্র অনেক বেশি ভারী বা দীর্ঘ সময় ধরে হতে পারে।
পেটের ফোলা
জরায়ুর ক্যান্সারের কারণে পেট ফুলে যেতে পারে, সেই ফোলাটা অস্বাভাবিক মনে হবে।
পেটব্যথা
পেটের নিচের দিকে ব্যথা বা চাপ অনুভূত হলে সেটা জরুয়ুর ক্যান্সারের লক্ষণ হতে পারে। সাধারণত ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে এ ধরনের পেটব্যথা হয়। তাই পেটব্যাথায় হেলাফেলা নয়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
যন্ত্রণাময় স্রাব
জরায়ু ক্যান্সার হলে গর্ভাশয়ের স্রাবের পরিমাণ বা রং পরিবর্তিত হতে পারে। এটি হালকা বা অস্বাভাবিক হতে পারে। সঙ্গে অস্বাভাবিক যন্ত্রণা দেখা দেয়
অস্বাভাবিক রক্তপাত
প্রিয়ড কালীনের বাইরে রক্তপাত হলে এটি জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষ করে মেনোপজের পর রক্তপাত হওয়া।
অতিরিক্ত ক্লান্তি
জরায়ু ক্যান্সার থাকলে শরীরে অতিরিক্ত ক্লান্তি অনুভূব করেন রোগি। ফলে সাধারণ কাজেও সমস্যা তৈরি হতে পারে।
বিরক্তিকর মুত্রের স্রাব
প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা অনুভূত হয় অনেকের। এটা জরায়ু ক্যান্সারের সতর্কতা সংকেত হতে পারে।
স্রাবের অস্বাভাবিক গন্ধ
জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে স্রাবের গন্ধ পরিবর্তিত হতে পারে। সেটা আরও প্রকট ও দুর্গন্ধময় হয়ে ওঠে।
যদি এই লক্ষণগুলির মধ্যে কোনো একটি বা বেশি দেখা দেয়, তবে দেরি না চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।
ইন্টিমেসিতে ব্যথা অনুভব
যৌন মিলনকালে ব্যথা অনুভূত হওয়াটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। এটা জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে।
প্রিয়ডের পরিবর্তন
মাসিক চক্র অনেক বেশি ভারী বা দীর্ঘ সময় ধরে হতে পারে।
সূত্র: ন্যাশন্যাল ইনস্টিউট অব হেলথ, যুক্তরাষ্ট্র
রাজু