ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বাসায় ছারপোকা! কী করবেন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:৩০, ১০ নভেম্বর ২০২৪

বাসায় ছারপোকা! কী করবেন!

আপনার বাসায় যদি ছারপোকা সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকতে পারেন। কারণ ছারপোকার কামড়ে  ত্বকে এলার্জি, ফুসকুড়ি ছাড়াও শ্বাসকষ্ট, রক্তশূন্যতাসহ নানান রোগের সৃষ্টি হতে পারে।

আপনি হয়তো বাজার থেকে ছারপোকা নিমূলের জন্য অনেক কিছু ট্রাই করেছেন। এতে আপনি সাময়িকভাবে হয়তো ছারপোকা সমস্যা থেকে সমাধান পেয়েছেন। আবার অনেক সময় ছারপোকা নিমূল হয়নি। এরকম সমস্যার মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ এক সমাধান!

সেটি হলো চায়না এমআর লি ব্র্যান্ডের (MR. LEI) ছারপোকা নিধণের ১০০% কার্যকরী মেডিসিন। এটি সম্পূর্ণ  ইমপোর্টেড প্রোডাক্ট এবং খুবই উন্নতমানের। যার ফলে এটি ব্যবহারে কোন স্বাস্থ্যঝুঁকি নেই। আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা-মা, ছোট বাচ্চারা কিংবা  যদি পোষা পশু-পাখি থাকে তবুও আপনি নিশ্চিতে আপনি  এটি ব্যবহার করতে পারবেন।

দাম-

বর্তমান অফার মূল্য ৬৯০ টাকা।
দুইটি একত্রে কিনলে মাত্র  ৯৯০ টাকা।

ব্যবহারবিধি-
-ব্যবহাররে র্পূবে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
-যে সকল জায়গায় ছারপোকা সেকল জায়গায় ভালোভাবে স্প্রে করুন।
-স্প্রে করার পর ২ ঘণ্টা অপেক্ষা করুন।
-বাসার দরজা জানালা খোলা রাখুন ও ফ্যান ছেড়ে দিন।
-এক বোতল কেমিক্যাল ম্যাক্সিমাম ২ বেডে ব্যবহার করুন।

এটি খুবই কার্যকর একটি পণ্য। ইতোমধ্যে সারা বাংলাদেশে প্রায় ৫০ হাজার মানুষ এটি ব্যবহার করেছে।

এমএম

×