ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই 

আইসিডিডিআরবির তৈরি ডেঙ্গুর টিকা দেশে দেয়া হবে 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:৪৯, ৩০ অক্টোবর ২০২৪

আইসিডিডিআরবির তৈরি ডেঙ্গুর টিকা দেশে দেয়া হবে 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ উদরাময় গবেষণা কেন্দ্র'বাংলাদেশ আইসিডিডিআরবি ০০৫ নামের একটি টিকা তৈরি করেছে। যার ৩য় ধাপের ট্রায়াল শেষ হয়েছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই দেশে এর ব্যবহার হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার অধিদপ্তরের মিলনায়তনে এইচপিভি টিকা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর।

এসময় এইচপিভি ভাইরাস সম্পর্কে বলা হয়, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ টিকা খুবই কার্যকর। দেশজুড়ে চলমান এ টিকা কার্যক্রমে ৬২লাখ ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের মধ্যে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর স্কুলপড়ুয়া পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদেরকে দেয়া হচ্ছে। প্রথম ৫দিনে ৩৪ লাখ টিকা দেয়া হয়ে গেছে। বাকি লক্ষ্যও পূরন হয়ে যাবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

শহীদ

×