ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

পি আর পি থেরাপি চিকিৎসা বিজ্ঞানে এক নবদিগন্ত

ডা. জাহেদ পারভেজ

প্রকাশিত: ০০:২২, ১৫ অক্টোবর ২০২৪

পি আর পি থেরাপি  চিকিৎসা বিজ্ঞানে এক নবদিগন্ত

.

পি আর পি কি?

পি আর পি (PRP) বলতে বোঝায়- Platelet Rich Plasma – এটি রক্তের বিশেষ প্রক্রিয়াজাত অংশ বিশেষ যেখানে রক্তরস অণুচক্রিকা (Plateletcell)এবং প্রয়োজনীয়  গ্রোথ ফ্যাক্টর সমৃদ্ধ থাকেএতে যেসব উপাদান থাকে তা নতুন কোষ তৈরির পাশাপাশি পুরনো কোষগুলোকে উজ্জীবিত করে এবং এরই ভিত্তিতে এটি মানব দেহের বিভিন্ন অংশের যেমন ত্বক, চুল, অস্থিসন্ধি (Joint), মাংসপেশির আঘাত, টেন্ডনের আঘাত, পুরনো ক্ষত (Non healing ulcer)-এর চিকিসায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, উপকৃত হচ্ছে গোটা মানবসমাজ

পি আর পি থেরাপি কোন কোন ক্ষেত্রে ভালো ফলাফল দেয়-

ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে পি আর পি থেরাপি ভালো কাজ করে যেমন- ব্রণের ক্ষত (Acne scar), লোমকূপ বড় হয়ে যাওয়া (Enlarged pores) চোখের নিচের কালোদাগ (Under eye dark circle), অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়া(Early  aging), ত্বকের উজ্জ্বলতা বাড়ানো (Skin glowing) ইত্যাদি। 

চুলের চিকিসায় পি আর পি থেরাপি নিয়ে এ সেছে অভাবনীয় সাফল্যসাধারণ চুল পড়া (Diffuse hair loss), জায়গায় জায়গায় চুল পড়া (Alopecia areata), সর্বোপরি বংশগত চুল পড়া (Androgenic alopecia) তে পি আর পি থেরাপি এনেছে  যুগান্তকারী সাফল্য

পি আর পি কিভাবে দেওয়া হয়?

রোগীকে পি আর পি দেওয়ার আগে নির্দিষ্ট স্থান বিশেষ জিবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়

এরপর জায়গাটি স্থানীয়ভাবে অবশকারী ক্রিম (Topical anaesthetic) বা ইঞ্জেকশন (Local anesthetic) দিয়ে সাময়িকভাবে অবশ

করা হয় যা ৩০-৪০ মিনিট কার্যকরী থাকেএ সময়ের মধ্যেই পি আর পি থেরাপি ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করা হয়থেরাপি নেওয়ার ১০ মিনিটের মধ্যে রোগী বাসায় যেতে পারেন এবং স্বাভাবিক সবধরনের কাজকর্ম  করতে পারেন।  পুরুষ ও নারী সবার চুল ও ত্বকের আধুনিক চিকিসায় এটি ভালো ফলাফল এনে দেয়তবে খেয়াল রাখতে হবে এ প্রক্রিয়া অবশ্যই

একজন বিশেষজ্ঞ চিকিসকের পরামর্শ ও তত্ত্বাবধানে  করা উচিত

সাধারণত প্রতিমাসে ১ বার করে, ৮ থেকে ১২ মাস এটি করা হয় এবং  থেরাপি শুরুর ৩ মাস পর থেকেই রোগী অবস্থার পরিবর্তন ও উন্নতি বুঝতে পারেনরোগের অবস্থান, রোগীর বয়স, শারীরিক অবস্থা সবকিছুর উপর ভিত্তি করে ফলাফল নির্ভর করেভালো ফলাফলের জন্য অনেক সময় থেরাপির পাশাপাশি ওষুধ খাওয়া এবং ব্যবহারের জন্য দেওয়া হয়

পি আর পি  কিভাবে তৈরি করা হয়?

সাধারণত প্রতিমাসে ১ বার রোগীর কনুইয়ের ভাজের (Elbow joint)    রক্তনালী থেকে ২০ মিলি রক্ত নিয়ে একটি বিশেষায়িত মেশিনে দিয়ে ১০ থেকে ১২ মিনিট উচ্চমাত্রায় ঘুরানো হয়এতে করে টেস্টটিউবের ভেতর  ৩টি সুনির্দিষ্ট স্তর তৈরি হয়, যথাক্রমে প্লাটিলেট পুওর প্লাজমা, প্লাটিলেট রিচ প্লাজমা ও রেড ব্লাড সেল

এরমধ্যে উপরের, অনেকটা হলুদ রঙের অংশটি খুবই সতর্কতার সঙ্গে ইনসুলিন সিরিঞ্জে তোলা হয়, এটিই পি আর পি

পি আর পি থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া 

ইঞ্জেকশনের স্থানে ব্যথা করা, মাথার ত্বকে ইনফেকশন, নার্ভ ড্যামেজ, চুলকানি ইত্যাদি

তবে এ সবই সাময়িককোনো অবস্থাতেই ব্রেনের কোনো সমস্যা বা ভবিষ্যতে ক্যান্সারের মতো বড় কোনো অসুখ হওয়ার সুযোগ নেইপি আর পি থেরাপি নেওয়ার পর  ঠান্ডা বা অতিরিক্ত গরম সেঁক নেওয়া যাবে না, এলকোহল পান থেকে বিরত থাকতে হবে

পি আর পি থেরাপি কাদের নেওয়া উচিত নয়?

যাদের প্লাটিলেট বা অণুচক্রিকার সংখ্যা কম

যাদের রক্তে ফিব্রিনোজেন কম

শরীরে দীর্ঘময়াদি কোনো ইনফেকশনের উপস্থিতি

কোন ধরনের রক্তরোগ

ক্যান্সারের রোগী

দীর্ঘমেয়াদি লিভারের রোগ

যারা এন্টি কোয়াগুলেসন থেরাপিতে আছেন (Warferin, Heparin নিয়মিত নিয়ে থাকেন)

পি আর পি থেরাপি কিভাবে কাজ করে?

ইঞ্জেকশনের  মাধ্যমে  পি আর পি  প্রয়োজনীয় স্থানে দেওয়ার পর পি আর পির ভেতরের গ্রেনুউল ভেঙ্গে প্রচুর গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে যা স্বাভাবিক গ্রোথ ফ্যাক্টরের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেয় এবং পরোক্ষ ও প্রত্যক্ষভাবে টিস্যুর নতুন কোষ গঠনে সহায়তা করে

সন্দেহ নাই, বর্তমান দুনিয়ায় পি আর পি থেরাপি চিকিসা বিজ্ঞানকে বহুদূর এগিয়ে নিয়ে গেছে এবং এটা একটা যুগান্তকারী আবিষ্কারতবে মনে রাখতে হবে পি আর পি থেরাপিতে মানুষ যেমনÑ উপকৃত হচ্ছে তেমনি অদক্ষ কারও হাতে পরে মারাত্মক সমস্যার মুখোমুখিও হতে পারেনঅতএব, সাধু সাবধানপি আর পি চিকিসার সুবিধা নিন, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিসকের পরামর্শ  ও তত্ত্বাবধানে

 

লেখক : (চুল বিশেষজ্ঞ ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন) সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল

চেম্বার : ডা. জাহেদস হেয়ার অ্যান্ড ক্লিনিক সেন্টার, সাবামুন টাওয়ার বিল্ডিংয়ের (৬ তলা) পান্থপথ মোড় পুলিশ বক্সের সঙ্গে, ঢাকা

০১৭৩০- ৭১ ৬০ ৬০

০১৭১৫-০৫ ০৯ ৪৯

×