ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাবেক ইসি সচিব জাহাংগীর ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৮:২৫, ১ অক্টোবর ২০২৪

সাবেক ইসি সচিব জাহাংগীর ৫ দিনের রিমান্ডে

সাবেক ইসি সচিব জাহাংগীর

নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমককে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে বৈষম্যবিরোধী আন্দোলনে কিশোর আব্দুল মোতালিব নিহতের ঘটনায় ধানমন্ডি থানার মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনের পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম।

রিমান্ডের বিরোধিতা করে জাহাংগীরের জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মো. ইয়ার খান ও মোরশেদ হোসেন শাহীন।

উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মহানগর হাকিম বেলাল হোসেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৪ অগাস্ট সন্ধ্যায় জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে সাধারন জনতার সঙ্গে অবস্থান করছিল ১৪ বছরের কিশোর আব্দুল মোতালিব। সে সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

মোতালিব নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আব্দুল মতিনের ছেলে। বুকে ও গলায় গুলিবিদ্ধ তার মৃত্যু হয়।

 

শহিদ

×