ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে পদত্যাগ করলেন অধ্যাপক এম এ ফয়েজ

প্রকাশিত: ১৫:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে পদত্যাগ করলেন অধ্যাপক এম এ ফয়েজ

অধ্যাপক এম এ ফয়েজ।

অবশেষে বিতর্কের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ প্যানেল থেকে পদত্যাগ করলেন অধ্যাপক ডা এম এ ফয়েজ। তাকে স্বাস্থ্য খাত সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি করা হয়েছিল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ডা . এম এ ফয়েজ। এর আগে শুক্রবার বিকেলে তিনি স্বাস্থ্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগের কারণ হিসেবে ডা ফয়েজ বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। 

কমিটি গঠনের পর থেকেই নানা সমালোচনা শুরু হয়। সভাপতি ও সদস্য সচিবসহ অধিকাংশ সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত ও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে অভিযোগ এনে ৬ সেপ্টেম্বর প্যানেল প্রত্যাখান করে বিবৃতি দেয় বৈষম্যের শিকার চিকিৎসকদের পক্ষে ১০০১ জন চিকিৎসক।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ডা. এম এ ফয়েজ ১/১১ এর সুবিধাভোগী ও সদস্য সচিব অধ্যাপক ডা. আব্দুলাহ শাফি মজুমদার বিগত ফ্যাসিস্ট সরকারের ধারক ও বাহক। অন্যান্য বেশিরভাগ সদস্যবৃন্দ সরাসরি বিগত সরকারের সুবিধাভোগী।

এর আগে প্যানেলে স্বাস্থ্য খাতের অংশীদারিত্বমূলক প্রতিনিধি না রাখায় প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট পেশাজীবি পরিষদ।

 

এসআর

×