ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৮:৩৯, ৭ মার্চ ২০২৪

ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর গ্রীন রোডের ল্যাবএইড হাসপাতাল

ছাদে অবৈধ রেস্টুরেন্টসহ নানা অনিয়মেয় সঙ্গে জড়িত থাকায় রাজধানীর গ্রীন রোডের ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ল্যাবএইড হাসপাতালে অভিযান শুরু করে ডিএনসিসির একটি আভিযানিক দল। এ সময় হাসপাতালের ছাদ যেভাবে ব্যবহার হচ্ছে তার অনুমোদন আছে কি না, তা খতিয়ে দেখেন।

তবে জরিমানা করলেও রেস্টুরেন্টটি ভাঙার বা সরিয়ে ফেলার কোনো নির্দেশনা দেয়া হয়নি। নির্বাহী ম্যাজেস্ট্রেট বলেন, যেহেতু এটা একটা হাসপাতাল রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সেহেতু মানবিক কারণে ভাঙার কোন নির্দেশ দেয়া হয়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে তারা পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

 

এস

×