ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ৩৬২ 

প্রকাশিত: ২০:৫৩, ৯ ডিসেম্বর ২০২৩

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ৩৬২ 

হাসপাতালে ডেঙ্গুরোগী

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন দুইজন। চলতি বছর এ নিয়ে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৬৫২ জনের প্রাণ গেল। এদের মধ্যে ৯৫৪ জন ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়াদের একজন ঢাকার। আর নতুন ভর্তি রোগীদের মধ্যে ৯৪ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। বাকি ২৬৮ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে।

এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর (শনিবার সকাল পর্যন্ত) মারা গেছেন ১ হাজার ৬৫২ জন। এদের ৯৫৪ জন ঢাকার। অন্য জেলার রোগীদের মধ্যে মারা গেছেন ৬৯৮ জন।

এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৭৭৩ জন। তাদের মধ্যে ২ লাখ ৭ হাজার ৮৬১ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। ঢাকায় এ সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯১২।

শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৪১২ জন ডেঙ্গু রোগী।

 

এস

সম্পর্কিত বিষয়:

×