হাসপাতালে ডেঙ্গুরোগী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। আর চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ৩২৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ৬ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৮৬২ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৮ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৭ হাজার ৮৩৫ জন।
দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গুর চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণের সংখ্যায় ইতিমধ্যে রেকর্ড হয়েছে।
এস