ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:০৫, ২০ জুলাই ২০২৩

গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

হাসপাতালে ডেঙ্গু রোগী

পটুয়াখালীতে আশংকাজনক ভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঈদ পালন করতে পটুয়াখালীতে আসা লোকজনই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন তা জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে ছড়িয়ে পরছে। 

এ অবস্থায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার জন্য তাগিদ দিচ্ছেন। চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত জেলায় ৪৫৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে জুলাই মাসের প্রথম সাত দিনে ৪৫৫ জন রোগী ভর্তি হন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে ৩৪০ জন রোগী ইতিমধ্যেই সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৫ জন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন। যদিও গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৫ রোগী ভর্তি হয়। যার মধ্যে শিশু রয়েছে ৪ জন। মৃত্যুরও কোন খবর নেই। 

পটুয়াখালীর সিভিল সার্জন অফিসের বৃহস্পতিবারের দেয়া তথ্য অনুযায়ি পটুয়াখালীতে আজ পর্যন্ত মোট ১১৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন, বাউফলে ১৩ জন, গলাচিপায় ৫ জন, মির্জাগঞ্জে ১০ জন, দুমকিতে ১০ জন ও কলাপড়ায় ২ জন রোগী ভর্তি রয়েছেন। 

আক্রান্তরা সবাই পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা গ্রামের মানুষ। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নির্ধারিত ৪৩ টি শয্যায় রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তবে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় আরও ৫ জন রোগীকে সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস

সম্পর্কিত বিষয়:

×