ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৫ জুলাই থেকে সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তি শুরু

প্রকাশিত: ১৮:০১, ২৬ জুন ২০২৩

৫ জুলাই থেকে সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তি শুরু

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

৫ জুলাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তি ও অপারেশন কার্যক্রম শুরু হবে। 

সোমবার (২৬ জুন) বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় সভাপতির বক্তব্যে এই তথ্য জানান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, যথাসময়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি না আসার কারণে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী মাস অর্থাৎ জুলাই মাসের ৫ তারিখে সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তি ও অপারেশন কার্যক্রম চালু করব। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে সুপার স্পেশালাইজড হাসপাতালের রোগী ভর্তি ও অপারেশন কার্যক্রম চালু করা হবে।

তিনি বলেন, পদ্মাসেতু হওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগীর সংখ্যা প্রতিদিন প্রায় এক হাজার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিদিন আট থেকে নয় হাজার রোগী সেবা নিচ্ছেন। এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে গড়ে তোলা হচ্ছে  সব জটিল রোগের উন্নত চিকিৎসাসেবা রোগীরা এখানে যাতে পায় এবং রোগীদের যাতে বিদেশে যেতে না হয়।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×