ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

করোনায় একজনের মৃত্যুর দিনে শনাক্ত ১৩৪

প্রকাশিত: ১৭:৫২, ১৪ জুন ২০২৩

করোনায় একজনের মৃত্যুর দিনে শনাক্ত ১৩৪

ফাইল ছবি।

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৮১৫ জনে। এ সময়ে করোনা একজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ২৯ হাজার ৪৫৩ জনে দাঁড়াল।

বুধবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৮৫ জন।

একদিনে ১৪৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

এমএম

সম্পর্কিত বিষয়:

×