ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

একদিনে করোনায় আক্রান্ত ৭১

প্রকাশিত: ১৮:০৭, ১৩ জুন ২০২৩

একদিনে করোনায় আক্রান্ত ৭১

ফাইল ছবি।

সারাদেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭১ জন। নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৬৮১ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৫২ জন অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৯৮৩ জন।

একদিনে ১০৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×