ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে মারা গেলেন আরও ২ জন, হাসপাতালে ভর্তি ১৮৯

প্রকাশিত: ১৭:৪১, ১১ জুন ২০২৩

ডেঙ্গুতে মারা গেলেন আরও ২ জন, হাসপাতালে ভর্তি ১৮৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ১৩৬ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ৫৩ জন।

রবিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৪৯৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১০৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৩২১০ জন। এদের মধ্যে ঢাকায় ২৪১২ জন এবং ঢাকার বাইরে ৭৯৮ জন। এ ছাড়া, ডেঙ্গু আক্রান্ত ২৫৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। 

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×