ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

একদিনে করোনায় আক্রান্ত আরও ১০৭

প্রকাশিত: ১৮:৩৫, ১০ জুন ২০২৩; আপডেট: ১৮:৩৮, ১০ জুন ২০২৩

একদিনে করোনায় আক্রান্ত আরও ১০৭

ফাইল ছবি।

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১০৭ জন। তবে এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। 

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫১ জনে। নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৩১৯ জনে।

শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান ৮৮৫টি পরীক্ষাগারে গত একদিনে এক হাজার ৯৭৮ টি নমুনা পরীক্ষায় ১০৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

এদিকে, গত একদিনে করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৬২৭ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×