৫ জনের করোনা শনাক্ত।
সারা দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৭২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৮ হাজার ২৮ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৪৬ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
এমএম