করোনায় আক্রান্ত ৬ জন ।
দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ জন।
বৃহস্পতিবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে এক হাজার ৪৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৪৯২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৯৩ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২৮৩ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
এমএম