ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সেবা বঞ্চিত গরিব-দুস্থরা

কাজে আসছে না ২২ লাখ টাকার অ্যাম্বুলেন্স 

রফিকুল ইসলাম রনি, চাটমোহর, পাবনা

প্রকাশিত: ১৯:৪৪, ৩ জানুয়ারি ২০২৩

কাজে আসছে না ২২ লাখ টাকার অ্যাম্বুলেন্স 

ইজিবাইক অ্যাম্বুলেন্স

পাবনার চাটমোহর উপজেলার গ্রামীণ জনপদে প্রসূতি ও শিশুসহ দুস্থদের দ্রুত চিকিৎসা সেবা দিতে ব্যতিক্রমী ইজিবাইক অ্যাম্বুলেন্স সার্ভিস এখন অযত্নে অবহেলায় বন্ধ হয়ে পড়ে আছে। এই বিশেষ পদক্ষেপের উদ্যোক্তা ছিলেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা। 

স্থাবর সম্পত্তি হস্তান্তর ১% করের অর্জিত আয় থেকে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে উপজেলার ১১টি ইউনিয়নের জন্য একটি করে ব্যাটারিচালিত অটোরিকশায় ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স চালু করা হয়। বিগত জেলা প্রশাসক রেখা রানী বালো গত ২০১৬ সালে জুন মাসের শুরুতে এই সার্ভিসের উদ্বোধন করেন।

চাটমোহরের প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা সদরে এসে জরুরি চিকিৎসা সেবা পেতে অনেক রোগীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। গ্রামীণ জনপদ থেকে প্রসূতি কিংবা অন্যান্য রোগে আক্রান্ত কাউকে উপজেলা সদরে নিয়ে আসার সময় রোগীর জীবন সংশয় দেখা দেয়। 

মূলত গ্রামীণ দুর্গম জনপদে প্রসূতিদের নিরাপদ প্রসব নিশ্চিত করতেই উপজেলা পর্যায়ে এমন ব্যতিক্রমী অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। 

সরজমিনে দেখা যায়, দীর্ঘদিন যাবৎ বিকল হয়ে অযত্নে পড়ে আছে উপজেলার ১১টি ইউনিয়নের গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইজিবাইক অ্যাম্বুলেন্স সার্ভিস। 

ব্যতিক্রমী এই অ্যাম্বুলেন্স সার্ভিস চালু না থাকায় যানবাহনের অভাবে চাটমোহর উপজেলার দুর্গম এলাকা বা ইউনিয়নের গর্ভবতী নারী ও শিশুসহ অসহায় গরিব-দুস্থরা অতি অল্প ব্যয়ে আধুনিক চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল বলেন, এই অ্যাম্বুলেন্স সার্ভিস বিষয়ে আমি অবগত নই, এ বিষয়ে খোজ খবর নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।  

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×