ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘বেসরকারি হাসপাতাল সবসময় ব্যবসায়িক স্বার্থ লালন করে’

প্রকাশিত: ১৮:১৪, ৩ জানুয়ারি ২০২৩

‘বেসরকারি হাসপাতাল সবসময় ব্যবসায়িক স্বার্থ লালন করে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বেসরকারি হাসপাতালগুলো সবসময় ব্যবসায়িক স্বার্থ লালন করে। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি করা হয়। প্রাতিষ্ঠানিক ডেলিভারি আরও বাড়ালে শিশু ও মাতৃমৃত্যু কমে যাবে। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আরবার হেলথ সার্ভে-২১’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গর্ভবতী নারীরা বেসরকারি হাসপাতালে গেলেই তাদের সিজার করে দেওয়া হয়। কিন্তু সরকারি হাসপাতালে প্রয়োজন ছাড়া সিজার হয় না। কারণ, সিজার হলে তাদের আলাদা কোনো লাভ নেই। 

জাহিদ মালেক বলেন, ‘আমাদের দক্ষ জনবলের অভাব। আর জনবল যা আছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। প্রতি ১০ হাজার মানুষের সেবা দিতে আমাদের মাত্র ২৩/২৪ জনবল আছে, যেখানে অন্যান্য দেশে ৮০/৯০ জন করে থাকে।

অনুষ্ঠানে নিপোর্টের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো. শাহজাহান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার এবং চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

এমএইচ

×