ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১২০

প্রকাশিত: ১৯:২৮, ২ ডিসেম্বর ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১২০

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে আরও ১২০

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন। এ নিয়ে মশাবাহিত রোগটিতে মোট এক হাজার ৭২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। 

একই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। এর ফলে চলতি বছরে মৃতের সংখ্যা রয়েছে ২৫৪ জনে।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৭৮ জন ঢাকায় এবং ৪২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। মোট ভর্তি হওয়া রাগীদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৫৪ জন। এ ছাড়া ৭৭৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৭ হাজার ৮৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৫ হাজার ৮৭৭ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন ২৫৪ জন।

 

এমএম

×