ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে আরও ৩৮০ রোগী

প্রকাশিত: ১৯:৫৫, ১ ডিসেম্বর ২০২২; আপডেট: ২০:১৩, ১ ডিসেম্বর ২০২২

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে আরও ৩৮০ রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮০ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৩৮ জনে। 

এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি। তবে চলতি বছর ডেঙ্গুতে ২৫৪ জন মারা গেছেন। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ১ হাজার ৭৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৭৬৩ জন।

এ ছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৫ হাজার ৭৪০ জন রোগী।

 

এমএম

×