ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

করোনায় মৃত্যু আরও ২ জন, শনাক্ত ২৯৫

প্রকাশিত: ২০:০৫, ১৫ অক্টোবর ২০২২

করোনায় মৃত্যু আরও ২ জন, শনাক্ত ২৯৫

করোনায় মৃত্যু

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৫ জনে।

এছাড়া একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৯২ জনে। 

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৮৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৬৫টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৫১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৫৮৮ জন।

এমএইচ

×