প্রতীকী ছবি
দেশে নারীদের তুলনায় পুরুষদের উচ্চ রক্তচাপে ভোগার হার তুলনামূলক বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে। পাশাপাশি ৩৬ শতাংশ মানুষ স্থূলতার ঝুঁকিতে রয়েছে। গবেষণায় বলা হয় রংপুরের মানুষদের মধ্যে উচ্চ রক্তচাপের রোগীর হার সবচেয়ে বেশি।
এছাড়াও নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ ও রংপুর সিটি কর্পোরেশন এলাকার ২৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। একইসঙ্গে এসব এলাকার আরও ১৪ শতাংশ মানুষ ভবিষ্যতে উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছে।
বৃহস্পতিবার ঢাকার র্যাডিসন হোটেলে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও সাউথ এশিয়া ফিল্ড এপিডেমিওলোজি এ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক (সেফটিনেট) বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বাংলাদেশের নগর স্বাস্থ্য ব্যবস্থায় উচ্চ রক্তচাপ ও স্থূলতার ঝুঁকি’ শীর্ষক গবেষণার ফলাফলে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় পরিচালিত এ গবেষণায় প্রায় ৫০ হাজার মানুষের উচ্চ রক্তচাপ ও স্থূলতা নির্ণয় ও ঝুঁকি যাচাই করা হয়। গবেষণায় দেখা যায়, চার সিটি কর্পোরেশনের মধ্যে রংপুরের মানুষের মধ্যে উচ্চ রক্তচাপের রোগীর হার সবচেয়ে বেশি (৩৪%) এবং কুমিল্লার মানুষের মধ্যে সবচেয়ে কম। অন্যদিকে উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকা মানুষের হার সবচেয়ে বেশি কুমিল্লায় (২৩%) এবং সবচেয়ে কম ময়মনসিংহে (৬ শতাংশ)। খাবারে অতিরিক্ত লবণ খাওয়া, উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস এবং সংযোগ ইত্যাদিকে উচ্চ রক্তচাপের কারণ হিসেবে দেখা গেছে গবেষণায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মেজর জেনারেল (অব) ডাঃ মোঃ নাসির উদ্দিন। তিনি বলেন, আরবান হেলথে কাজ করা খুব সহজ বিষয় নয়। কোন জায়গায় কাজ করতে হবে সেটা নিশ্চিতভাবে জানার জন্য এ ধরনের গবেষণা আরও বেশি দরকার। শহরকে বসবাসযোগ্য যেমন করতে হবে তেমনি নগরবাসীর স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে বলেও জানান তিনি।
গবেষণার ফলাফল প্রকাশের পর এ প্রকল্পের আওতায় এক বছরব্যাপী আয়োজিত ‘এপ্লাইড এপিডেমিওলোজি এ্যান্ড পাবলিক হেলথ ম্যানেজমেন্ট ফেলোশিপ কোর্স’ এর সার্টিফিকেট দেয়া হয়। দেশের ১২টি সিটি কর্পোরেশনের হেলথ অফিসার ও সেভ দ্য চিলড্রেনের নিয়োগকৃত ১৫ জন জনস্বাস্থ্য রোগতত্ত¡ বিশেষজ্ঞ এ ফেলোশিপ কোর্সে অংশ নেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন (ইউ এস সিডিসি)-এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পটি দেশের ১২টি সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। উচ্চ রক্তচাপ ও স্থূলতা শনাক্তকরণের পাশাপাশি শিশুদের অপুষ্টি যাচাই, গৃহস্থালী বর্জ্য পৃথকীকরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, ডেঙ্গু বিস্তার রোধের মতো বিভিন্ন বিষয়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনে জনস্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেন পরিচালিত হয়।