ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

রেইনট্রির বীজফল খাওয়ান, দুধ পাবেন বেশি

প্রকাশিত: ২০:৩৭, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩৯, ২৭ এপ্রিল ২০২৫

রেইনট্রির বীজফল খাওয়ান, দুধ পাবেন বেশি

ছবি: শেখ ফরিদ

রেইনট্রির সীডপট বা বীজফল গবাদি পশুর জন্য এক প্রাকৃতিক পুষ্টির উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা ও প্রোটিন, যা গাভীসহ অন্যান্য গবাদি পশুর জন্য অত্যন্ত উপকারী। সীডপটের মাংসাল অংশটি মিষ্টি স্বাদের হওয়ায় গরু, ছাগলসহ গবাদি পশুরা এটি খুব আগ্রহ নিয়ে খায়।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিতভাবে রেইনট্রির সীডপট খাওয়ালে গাভীর দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এতে থাকা প্রাকৃতিক পুষ্টি উপাদান পশুর শরীরে প্রয়োজনীয় শক্তি যোগায় এবং দুধ উৎপাদন প্রক্রিয়াকে আরও সক্রিয় করে তোলে।

গ্রামাঞ্চলে বা বাড়ির আশপাশে সহজেই পাওয়া যায় এমন এই সীডপট সংগ্রহ করে গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে। এতে পশুর পুষ্টি চাহিদা মিটবে এবং খরচও তুলনামূলকভাবে কম হবে। বিশেষ করে গবাদি পশুর খাদ্যের অতিরিক্ত চাপ কমাতে এবং উৎপাদন বাড়াতে রেইনট্রির সীডপট একটি কার্যকর বিকল্প হতে পারে।

তবে খাওয়ানোর আগে সীডপট ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা, যাতে কোনো ধুলাবালি বা অপ্রয়োজনীয় উপাদান পশুর শরীরে প্রবেশ না করে।

পশুপালনে উৎপাদন বৃদ্ধির এই সহজ ও প্রাকৃতিক পদ্ধতি আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এসএফ

×