ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

এক মুঠো সার, একটুখানি যত্ন—ঘরেই ফলবে রসালো তরমুজ!

প্রকাশিত: ১৩:২৩, ২৪ এপ্রিল ২০২৫

এক মুঠো সার, একটুখানি যত্ন—ঘরেই ফলবে রসালো তরমুজ!

ছবি: সংগৃহীত

কাঠফাটা গরমে ঠান্ডা এক টুকরো তরমুজের স্বাদ যেন প্রাণ ফিরিয়ে আনে। দোকান থেকে কিনে খাওয়ার বদলে যদি নিজেই তরমুজ ফলাতে পারেন? হ্যাঁ, বাড়ির ছাদ, ব্যালকনি বা সামান্য জায়গায়ও এটি সম্ভব। রইল সহজ উপায়ে তরমুজ চাষের পরামর্শ—

সঠিক জায়গা নির্বাচন

তরমুজ চাষের জন্য প্রয়োজন প্রচুর রোদ (দিনে অন্তত ৮-১০ ঘণ্টা)। মাটি হতে হবে পানি নিষ্কাশনযোগ্য ও pH ৬.০–৭.০ এর মধ্যে।

মাটি প্রস্তুতি

চাষের আগেই মাটিতে ভালোভাবে কম্পোস্ট বা পুরনো গোবর সার মেশাতে হবে। সতেজ সার ব্যবহার করবেন না, এতে চারা পুড়ে যেতে পারে।

বীজ রোপণ

ঠান্ডা অঞ্চলে বীজ ইনডোরে রোপণ করে শুরু করুন। গরম জায়গায় সরাসরি মাটিতে বপন করা যায়। বীজ এক ইঞ্চি গভীরে, তিন-চার ফুট দূরত্বে লাগান।

সঠিকভাবে সেচ

ফল ধরার সময় পর্যাপ্ত পানি দিতে হবে। সপ্তাহে ১–২ ইঞ্চি পানি যথেষ্ট। গাছের গোড়ায় পানি দিন, পাতায় নয়, যাতে ছত্রাক না হয়।

পরাগায়ন ও লতা পরিচর্যা

তরমুজের গাছে পুরুষ ও স্ত্রী ফুল থাকে। পরাগায়ন না হলে ফল ধরবে না। মৌমাছির প্রবেশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।

পোকামাকড় নিয়ন্ত্রণ

এফিড, বিটল ইত্যাদি পোকার আক্রমণ হলে নিম তেল বা অর্গানিক সাবান ব্যবহার করুন। পোকা প্রতিরোধে প্রতি বছর গাছের জায়গা পরিবর্তন (ক্রপ রোটেশন) কার্যকর।

ফসল সংগ্রহ

৬০–৯০ দিনের মধ্যে তরমুজ পরিপক্ব হয়। নিচের অংশ যদি হলুদ হয় ও ঠকঠক শব্দ হয়, তাহলে ফল পাকার সম্ভাবনা বেশি। গাছের কাছের টেন্ড্রিল শুকিয়ে গেলেও বুঝবেন ফল তোলার সময় হয়েছে।

সফলতার জন্য টিপস

  • জলবায়ুর উপযোগী জাত নির্বাচন করুন

  • নিয়মিত সেচ ও পরিচর্যা বজায় রাখুন

  • অতিরিক্ত গরম বা ঝড়ের সময় গাছ ঢেকে দিন

  • ভালো ফল থেকে বীজ সংরক্ষণ করুন পরবর্তী মৌসুমের জন্য

নিজের হাতে ফলানো তরমুজের স্বাদই আলাদা—চেষ্টা করে দেখুন!

 

সূত্র: https://thebetterindia.com/421824/how-to-grow-watermelons-at-home-step-by-step-guide-tips-for-successful-harvest/

আবীর

×