ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জেনে নিন পৃথিবীর বিরল ১০টি কালো রঙের পাখির নাম

প্রকাশিত: ০৩:০৭, ২১ এপ্রিল ২০২৫

জেনে নিন পৃথিবীর বিরল ১০টি কালো রঙের পাখির নাম

ছবি: সংগৃহীত

কালো রঙ প্রাকৃতিক সৌন্দর্যে এক অনন্য মাত্রা যোগ করে। বিশেষ করে যখন এই রঙ মিশে যায় পাখির পালকে, তখন তা হয়ে ওঠে অনিন্দ্যসুন্দর। কালো রঙের পাখি অনেক সময়েই আমাদের চোখে পড়ে না, কারণ তারা প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে থাকে যেন ছায়া। তবে প্রকৃতিবিদ ও পাখিপ্রেমীদের নজরে রয়েছে এমন কিছু বিরল পাখি, যাদের শরীরের প্রধান বৈশিষ্ট্যই হলো তাদের কালো পালক। নিচে এমনই ১০টি বিরল কালো রঙের পাখির কথা তুলে ধরা হলো, যাদের প্রতিটির রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব।

১. ইউরোপিয়ান স্টারলিং (European Starling)
ছোট আকৃতির হলেও এরা অত্যন্ত বুদ্ধিমান। সূর্যের আলোয় এদের পালকে বেগুনি ও সবুজ ঝিলিক দেখা যায়। দলবদ্ধভাবে উড়তে ভালোবাসে এবং মানুষের ভাষা ও নানা শব্দ নকল করতে পারে।

২. রেড-উইংড ব্ল্যাকবার্ড (Red-winged Blackbird)
ডানায় উজ্জ্বল লাল ও হলুদ দাগ থাকায় সহজেই আলাদা করা যায়। সাধারণত জলাভূমি ও ধানক্ষেতে দেখা যায়। গানের মতো ডাক এদের বিশেষ পরিচিতি দেয়।

৩. কমন গ্র্যাকল (Common Grackle)
একটু বড়সড় এই পাখির গায়ে ধাতব রঙের ঝিলিক থাকে। সাদা বা হলুদ চোখ এবং তীক্ষ্ণ ঠোঁটের জন্য সহজেই শনাক্তযোগ্য। দলবদ্ধভাবে চলাফেরা করে।

৪. রাস্টি ব্ল্যাকবার্ড (Rusty Blackbird)
শীতকালে এদের গায়ে বাদামি মরিচার মতো ছোপ পড়ে। দুঃখজনক হলেও সত্য, এদের সংখ্যা গত কয়েক দশকে ব্যাপকভাবে কমে গেছে, যা প্রকৃতির ভারসাম্যের জন্য একটি হুমকি।

৫. ব্ল্যাক ভালচার (Black Vulture)
এই বিশাল পাখি মৃত প্রাণী খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। কালো পালক, টাক মাথা, ও বড় ডানা এদের আলাদা করে চিনতে সাহায্য করে।

৬. বোট-টেইলড গ্র্যাকল (Boat-tailed Grackle)
নৌকার মতো লম্বা লেজ এবং ঝকঝকে পালক এদের পরিচিতি। পুরুষ পাখিটি গাঢ় কালো হলেও স্ত্রী পাখি বাদামি হয়। জলাশয়ের ধারে বেশি দেখা যায়।

৭. ব্রুয়ার্স ব্ল্যাকবার্ড (Brewer’s Blackbird)
এই পাখির পালকে ধাতব ঝিলিক থাকলেও একটু হালকা। পুরুষদের গা কালো ও চোখ সাদা বা হলুদ, যা খুব সহজেই নজর কাড়ে।

৮. ব্রাউন-হেডেড কাউবার্ড (Brown-headed Cowbird)
বিশেষভাবে পরিচিত এরা ‘ব্রুড প্যারাসাইট’ হিসেবে। নিজের ডিম অন্য পাখির বাসায় রেখে আসে। মাথা বাদামি ও দেহ চকচকে কালো।

৯. ইয়েলো-হেডেড ব্ল্যাকবার্ড (Yellow-headed Blackbird)
এই পাখির কালো দেহে উজ্জ্বল হলুদ মাথা ও গলা চমৎকার এক রঙের বৈচিত্র্য এনে দেয়। উত্তর আমেরিকার জলাভূমিতে এদের দেখা যায়।

১০. ব্ল্যাক অয়েস্টারক্যাচার (Black Oystercatcher)
সামুদ্রিক পরিবেশে থাকা এই পাখিটির চোখ লাল এবং ঠোঁট উজ্জ্বল কমলা। কালো পালক ও সমুদ্র পাড়ের পাথরের সঙ্গে একীভূত হয়ে থাকে।

×