ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ওষধি গাছ ভাইট ফুল, ঐতিহ্য হারিয়ে এখন প্রায় বিলুপ্তির পথে

বেলাল হোসেন রিয়াজ,সংবাদদাতা, নাঙ্গলকোট, কুমিল্লা

প্রকাশিত: ১১:২৬, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৫, ৪ মার্চ ২০২৫

ওষধি গাছ ভাইট ফুল, ঐতিহ্য হারিয়ে এখন প্রায় বিলুপ্তির পথে

ছবি: সংগৃহীত

বিলুপ্তির পথে বহুল পরিচিত ভাইট ফুল। এক সময় রাস্তার পাশে কোল ঘেষে দেখা মিলত এই ভাইট ফুলের, কালের আবর্তে একেবারে বিলুপ্ত হতে চলেছে এই ফুল। এটি ওষধি গাছ হিসাবে হাকিমদের নিকট পরিচিত।

ঋতুরাজ বসন্তের শুরু থেকেই ঝোপ-ঝাড়ে, জঙ্গলে, রাস্তার ধারে, এখানে-সেখানে নিজের রূপ ছড়িয়ে থাকে ভাইট ফুল। স্থানভেদে এটির নাম ভাইট ফুল, ঘেটু ফুল, ভাত ফুল, ঘণ্টাকর্ণ থাকলেও কুমিল্লা অঞ্চলে ’ভাইট ফুল’ নামেই পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ক্লেরোডেনড্রাম ভিসকোসাম। ভারবেনাসেই গণের এই ফুল ল্যামিয়াসেই পরিবারভুক্ত। এটি ইনফরচুনাটাম প্রজাতির এবং বাংলাদেশের আদি ফুল।
 
গবেষকদের মতে, অতীতে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার প্রজাতির গাছ ছিল। কিন্তু বর্তমানে এক হাজারের বেশি বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে, বিদেশি সব আগ্রাসি বৃক্ষ। আমাদের চিরায়ত ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত কদম, হিজল, জারুল, তমাল আর বাংলা মানে বটগাছ তো থাকবেই।

মায়মুনা

×