ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কি না সেটা সময় বলে দিবে

প্রকাশিত: ২০:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কি না সেটা সময় বলে দিবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনীতিতেই শেষ বলে কোন কিছু নেই, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবেন কিনা এটি সময় বলে দিবে। নতুন রাজনীতি নিয়ে তিনি বলেন রাজনীতিতে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হয়েছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান ব্যাপারটা এমন না এছাড়া রাজনীতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। বড় বড় রাজনীতিক দলগুলো বড় বড় সংস্কারের প্রস্তাব দিচ্ছে যেমন  ৩১ দফা। রাজনীতিক দলের সফলতা ব্যর্থতা বয়স লাগে না তারা গঠন করে যদি সফল হয় জনগণের প্রত্যাশা পূরণ করে। জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণই সিদ্ধান্ত নিবে।

সাজিদ

×